আহ্ছানিয়া সাপোর্ট ফোরামের আর্থিক সহায়তা

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

সম্প্রতি ডাম-টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং (DAM-TVET) আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরামের অর্থায়নে ২০ জন দুস্থ নারীকে দুই মাসের সুইং মেশিন অপারেশনের প্রশিক্ষণ প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করে। গত ১৩ নভেম্বর ২০২৫ সাপোর্ট ফোরামের সাধারণ সম্পাদক ফিরোজ আলম, ফোরামের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা মো. মোখলেছুজ্জামান রাজধানীর পল্লবীতে অবস্থিত আহ্ছানউল্লা ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিমেশন টেকনোলজি (AIICT)-তে আনুষ্ঠানিকভাবে সুইং মেশিন অপারেশন প্রশিক্ষণের শুভ সূচনা করেন।

সাপোর্ট ফোরামের সাধারণ সম্পাদক তার বক্তব্যে বলেন, ‘দুস্থ নারীদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান শেষে তাদের জব কনফার্মেশন করতে হবে। এজন্য সবাইকে আন্তরিকভাবে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং জীবনমান উন্নয়নে পরিশ্রমের মাধ্যমে সচেষ্ট হতে হবে। হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর হাতে গড়া এ প্রতিষ্ঠানে মানবতার সেবায় আমাদের কার্যক্রম অব্যাহত রাখব।

এসময় উপস্থিত ছিলেন আহ্ছানিয়া মিশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মফিজুর রহমান, আহ্ছানউল্লা ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিমেশন টেকনোলজি (AIICT)-এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওয়াহিদুর রহমান খান, TVET -এর কো-অর্ডিনেটর মো. জাহাঙ্গীর আলম এবং আহ্ছানিয়া মিশন ভকেশনাল ট্রেনিং ইন্সটিটিউটের ইন্সট্রাকটর কাম ইনচার্জ প্রদিপ বাড়োই এবং প্রশিক্ষার্থীরা।