বড় কোনো সংকট না হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি

বললেন রিজভী

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কুড়িগ্রাম প্রতিনিধি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বড় কোনো জাতীয় সংকট বা বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি না হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য বিএনপি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সরকারের ঘোষণার পরিপ্রেক্ষিতে নির্বাচনের সব ধরনের প্রস্তুতি দল এরই মধ্যে সম্পন্ন করেছে বলেও জানান তিনি।

গতকাল শুক্রবার কুড়িগ্রামের সরদার পাড়া জামে মসজিদে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে রিজভী বলেন, তারেক রহমান গণমানুষের নেতা। তার মায়ের অসুস্থতা বিবেচনায় নিজের সিদ্ধান্তেই উপযুক্ত সময়ে দেশে ফিরবেন। এটি তাদের পারিবারিক বিষয়।

দলীয় মনোনয়ন নিয়ে বিভিন্ন জেলায় বিরোধ প্রসঙ্গে তিনি আরও বলেন, নির্বাচন চলমান থাকলে সবাই ধানের শীষের পক্ষে একসঙ্গে কাজ করবে। এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, সফিকুল ইসলাম বেবুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কুড়িগ্রামের বিভিন্ন এতিমখানা ও অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ করা হয়।