খালেদা জিয়া অন্যায়ের সঙ্গে আপস করেননি, গণতন্ত্র রক্ষায় সংগ্রাম করেছেন : মিনু

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বাসস

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহী সদর আসনে মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন আর শুধুমাত্র বাংলাদেশের নেত্রী নন, তিনি বিশ্বনেত্রীতে পরিণত হয়েছেন। কারণ তিনি কোনদিন অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। সারাজীবন গণতন্ত্র সমন্বত রাখতে আন্দোলন করেছেন। গত শনিবার বিকালে রাজশাহী মহানগরীতে ১নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে কাশিয়াডাঙ্গা মোড়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান মিনু এসব কথা বলেন।

রাজশাহী সিটির সাবেক মেয়র মিনু বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে নিন্দুকেরা নানা ধরনের প্রপাগান্ডা ছড়াচ্ছে। এইসব মিথ্যাচারে কান না দিতে তিনি দেশবাসীর কাছে অনুরোধ করেন। একইসঙ্গে তার রোগমুক্তি কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। আগামি ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ করেন সাবেক এ সংসদ সদস্য। ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাইনুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক টিংকুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক ও জয়নুল আবেদীন শিবলী, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, রাজপাড়া থানা বিএনপির সাবেক সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আলী হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সভাপতি মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুজ্জামান মিলু, মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন বাবু, ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী শহিদ, সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা, যুবদল রাজশাহী মহানগর যুবদলেল ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, জিয়া পরিষদ রাজশাহীর সহ-সভাপতি সাইফুল ইসলাম হিরক ও মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি প্রমুখ। দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।