কালিগঞ্জ ছাত্রদলের আয়োজনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বাদ আসর কালিগঞ্জ উপজেলা বিএনপির অফিসে এ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু ফরহাদ সাদ্দাম। সঞ্চালনায় ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম। দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও ইউপি সদস্য শেখ খাইরুল আলম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. মোজাফফর হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আলাউদ্দিন সোহেল, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য রাজু আহমেদ জাকির, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. ইব্রাহিম হোসেন, কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন।

এছাড়া উপজেলার ১২টি ইউনিয়ন ছাত্রদলের নেতারাসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা আকরাম হোসাইন, খতিব, কালিগঞ্জ উপজেলা জামে মসজিদ। কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা হাবিবুর রহমান, ইমাম, বসন্তপুর শাহী জামে মসজিদ, মাওলানা ফারুক হোসেন শামীম, ইমাম, কালিগঞ্জ থানা জামে মসজিদ, হাফেজ মো. জহুরুল ইসলাম, মোয়াজ্জেম, কালিগঞ্জ থানা জামে মসজিদ।