জোট ও শরিকদের সঙ্গে বিএনপির বৈঠক

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যুগপৎ আন্দোলনের শরিক ও জোটের দলগুলোর সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে জটিলতায় পড়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। এই জট কাটাতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে বিএনপি’র সাথে বৈঠকে বসে যুগপৎ আন্দোলনের শরিক ও জোটে থাকা দলগুলো। যুগপৎ আন্দোলনে বিএনপির শরিক দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বিএনপি আন্দোলনের সময় তার সঙ্গে থাকা দলগুলোকে অবমূল্যায়ন করছে কি না, তারা জোটবদ্ধ অবস্থায় থাকতে চায় নাকি একলা চলো নীতিতে অগ্রসর হচ্ছে এই বিষয়টি পরিষ্কার হওয়া প্রয়োজন।

আর এই কারণেই গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, সমমনা জোট, গণ অধিকার পরিষদ এবং গণফোরামসহ অন্য দলগুলো বিএনপির সঙ্গে আলোচনায় বসছে বলে জানান মি. হক।

তিনি বলেন, জোটের শরিকদের জন্য তো খুব বেশি আসন দেখা যাচ্ছে না। এটি নিয়ে একটা উত্তেজনা তৈরি হয়েছে, অবিশ্বাস, সন্দেহ তৈরি হয়েছে। এগুলো সমাধান করার জন্যই মূল আজকের আলোচনা।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এরই মধ্যে দুই দফায় ২৭২টি আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বাকি আসনগুলো জোট ও শরিক দলের জন্যই রাখা হয়েছে কি না এ নিয়েও স্পষ্ট বক্তব্য দেয়নি বিএনপি।

যদিও আন্দোলনের শরিক এবং জোট দলগুলোকে সাথে নিয়েই এগোনোর কথা অতীতে একাধিকবার বলেছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।