ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বাড্ডা লিংক রোডে বাসে আগুন

বাড্ডা লিংক রোডে বাসে আগুন

রাজধানীর বাড্ডা লিংক রোড এলাকায় একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে, ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাসের আগুন নিভে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে আগুন লাগার খবর আসে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার। তিনি বলেন, সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে আমরা সংবাদ পাই। খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু ইউনিটগুলো সেখানে পৌঁছানোর আগেই বাসের আগুন সম্পূর্ণ নিভে যায়। ফলে ফায়ার সার্ভিসকে এ ঘটনায় কোনো কাজ করতে হয়নি।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি বলেও তিনি নিশ্চিত করেন। এছাড়া কেউ হতাহত হয়েছে এমন কোনো সংবাদও ফায়ার সার্ভিসের কাছে আসেনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত