কালিগঞ্জে স্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

সুশিক্ষাই জাতির মেরুদণ্ড- এই আদর্শকে ধারণ করে উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত কালিগঞ্জ সদর এম খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গঙ্গা রানীর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক শেখ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার ওবায়দুল্ল্যাহিল আসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভিভাবক সদস্য ও সাংবাদিক ফজলুল হক, শিক্ষক হাসিব মেহেদী হাসান, আরিজুল ইসলাম, সুজন দত্ত ও নাজমুন নাহার। এ সময় অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন জেসমিন আক্তার, মনিরা আক্তার, দীপক তরফদার, আব্দুল মজিদসহ অন্যান্যরা।