বিওআরআই’র দুই দিনের বার্ষিক সেমিনার শুরু
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বিওআরআই) বার্ষিক গবেষণা ফলাফল উপস্থাপনা বিষয়ক দুই দিনের সেমিনার শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টায় কক্সবাজারে অবস্থিত বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক গবেষণা ফলাফল উপস্থাপনাবিষয়ক এ সেমিনার শুরু হয়। বিওআরআই এর মহাপরিচালক কমডোর মো. মিনারুল হকের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস-এর প্রাক্তন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. খন্দকার মোকাদ্দম হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে সচিব মো আনোয়ার হোসেন বলেন, বাংলাদেশের সমুদ্রসম্পদ টেকসইভাবে ব্যবস্থাপনা করতে হলে গবেষণাভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ অপরিহার্য এবং এ ক্ষেত্রে বিওআরআই একটি কৌশলগত গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্বাগত বক্তব্যে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কমডোর মোঃ মিনারুল হক বলেন, বিওআরআই-এর গবেষণাগুলো দেশের ব্লু ইকোনমি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
