খানবাহাদুর আহ্ছানউল্লার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিনিধি

উপমহাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ, সমাজসংস্কারক ও সুফি চিন্তাবিদ হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর ১৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকাল ৪টায় ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের উদ্যোগে মিরপুর-১ মাজার রোডে নগর মাতৃসদনের সেমিনার হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক ড. গোলাম রহমান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি ডা. মোহাম্মাদ খলিলুল্লাহ এবং সহ-সভাপতি ড. এসএম খলিলুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আবু তৈয়ব আবু আহমেদ। এ সময় স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ। আলোচনা সভায় বক্তারা হজরত শাহ ছুফী খানবাহাদুর আহছানউল্লা (র.)-এর জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তিনি ছিলেন একজন প্রখ্যাত সুফি সাধক, শিক্ষাবিদ, সমাজসংস্কারক ও মানবদরদি ব্যক্তিত্ব। ব্রিটিশ আমলে শিক্ষা বিস্তার, নৈতিকতা চর্চা এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণে তিনি আজীবন কাজ করেছিলেন এবং সমাজে সত্য, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তার আদর্শ ও কর্মধারা পরবর্তীকালে ১৯৩৫ সালে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন এবং ১৯৫৮ সালে ঢাকা আহ্ছানিয়া মিশনসহ দেশের বিভিন্ন স্থানে মিশন প্রতিষ্ঠার মাধ্যমে প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছিল। যা আজও শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আলোচনা সভা শেষে তার রূহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে মিশনের বিভিন্ন প্রকল্পের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।