যৌথ বাহিনীর অভিযান
৪০ কেজি গাঁজা ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫৩
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মোহাম্মদপুরে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাঁড়াশি অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় ৪০ কেজি গাঁজা, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে- থানা পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও এপিবিএনের সমন্বয়ে এই যৌথ অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও চোরাই মালামাল উদ্ধারসহ বিভিন্ন মামলার আসামিসহ ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রুহুল কবির ইবনে মিজান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মোহাম্মদপুরে ছিনতাইকারী ও মাদক কারবারি চক্রসহ অপরাধীদের বিরুদ্ধে যৌথ অভিযান চালানো হয়েছে। মোহাম্মদপুরের রায়েরবাজার, ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান ও জেনেভা ক্যাম্পসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে হত্যা, ডাকাতি ও মাদক মামলার পলাতক আসামি ছাড়াও নিষিদ্ধ সংগঠনের নেতাও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। অভিযানকালে ৪০ কেজি গাঁজা, ২০০ পিস ইয়াবা, ৯টি চাপাতি, ১০টি ছুরি এবং ১২টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।
