পিডিবির সাবেক সদস্য উৎপাদন প্রকৌশলী মাসুদ হাসান জামালীর জীবনাবসান

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক সদস্য উৎপাদন এবং দেশের প্রথিতযশা প্রকৌশলী মাসুদ হাসান জামালী গতকাল সোমবার উত্তরা ক্রিসেন্ট হাসাপাতালে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যাসহ আত্মীয়স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান (গ্রেড-১) প্রকৌশলী মো. রেজাউল করিম প্রকৌশলী মাসুদ হাসান জামালীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

প্রকৌশলী মাসুদ হাসান জামালী ১৯৬২ সালের ১০ মে সহকারী প্রকৌশলী হিসেবে তৎকালীন ইপি ওয়াপদায় যোগদান করেন। পরবর্তীতে স্বাধীনতাত্তোর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিভিন্ন পদে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পেশাগত জীবনে তিনি একজন দক্ষ প্রকৌশলী হিসেবে সুপরিচিত ছিলেন। তিনি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য (উৎপাদন) হিসেবে ১৯৯৫ সালের ডিসেম্বরে অবসর গ্রহণ করেন। বাংলাদেশের প্রকৌশল পেশার মনোন্নয়নে প্রকৌশলী মাসুদ হাসান জামালীর অবদান সর্বজনবিদিত।

বিশিষ্ট ক্রীড়া সংগঠক হিসেবেও প্রকৌশলী মাসুদ হাসান জামালী পরিচিত ছিলেন। তিনি বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে ১৯৮৬-১৯৯০ মেয়াদে এবং পরবর্তীতে ১৯৯৬-১৯৯৮ মেয়াদে মোট দুই পর্বে নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। টেনিসের উন্নয়ন ও সংগঠনের প্রাতিষ্ঠানিক বিকাশে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি বাংলাদেশ ডেভিস কাপ দলের খেলোয়াড় ও প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন প্রয়াত শোভন জামালীর গর্বিত পিতা। মরহুমের জানাজা আজ বাদ জোহর উত্তরা জামে মসজিদে অনুষ্ঠিত হওয়ার পর আজিমপুর পুরোনো গোরস্থানে তাকে দাফন করার কথা।