ময়মনসিংহে দীপু দাস হত্যায় আরও ছয় আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ময়মনসিংহ প্রতিবেনিধি

ময়মনসিংহের ভালুকায় পোশাক কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসকে (২৭) পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ছয় আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন, নোয়াখালীর বেগমগঞ্জের সেলিম মিয়া, সুনামগঞ্জের জামালগঞ্জের মো. তাকবির, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার রুহুল আমিন, ময়মনসিংহ সদর উপজেলার নূর আলম, তারাকান্দা উপজেলার শামীম মিয়া ও মাদারীপুরের শিবচর উপজেলার মাসুম খালাসী। তারা সবাই পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার কর্মী। পুলিশ জানায়, গত বুধবার মধ্য রাতে ভালুকার হবিরবাড়ি ও কাশর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।