খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানিয়ে ঢাকা ছাড়লেন এস জয়শঙ্কর

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানিয়ে ঢাকা ত্যাগ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গতকাল বুধবার বিকালে ভারতের বিমান বাহিনীর এক বিশেষ ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। ঢাকার ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা জানান, বিকাল ৫টায় জয়শঙ্কর ঢাকা ছাড়েন। খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে কয়েক ঘণ্টার সংক্ষিপ্ত সফরে গতকাল দুপুরে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। সফরকালে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তিনি খালেদা জিয়ার মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ব্যক্তিগত চিঠি তারেক রহমানের হাতে তুলে দেন।