প্রধান উপদেষ্টা সঙ্গে সাক্ষাৎ করলেন পাকিস্তানের স্পিকার

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক গতকাল বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক ঢাকায় এসেছেন। গত মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে মারা যান তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার মৃত্যুতে দেশে তিনদিনের রাষ্ট্রীয় শোক চলছে,গতকাল বুধবার ঘোষণা করা হয়েছিলো সাধারণ ছুটি।