জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি স্থগিত
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় জাতীয় পার্টির ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকীর সকল কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার দলের প্রেসসচিব শৌর্য দীপ্ত সূর্য গণমাধ্যমে এ তথ্য জানান। শৌর্য দীপ্ত সূর্য বলেন, দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরের নির্দেশক্রমে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিন রাষ্ট্রীয় শোক থাকায় আজ বৃহস্পতিবার পার্টির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী আয়োজিত সব কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। এরআগে, মঙ্গলবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এ ছাড়া বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
