তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে ?নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। গতকাল বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়। বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সাক্ষাৎকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন ও প্রেস সচিব সালেহ শিবলী উপস্থিত ছিলেন।
চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির জানান, পরবর্তী নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী চীন। বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে অংশীদার হতে চায় তারা। তবে বাংলাদেশের অন্তরীণ রাজনীতিতে নাক গলাতে চায় না চীন।
সাক্ষাতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং আগামী দিনে একসঙ্গে কাজ করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।
