আ.লীগের দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুই শতাধিক আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকর্মী ও সমর্থক বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল বুধবার দুপুরে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি এম আকবর আলীর হাতে ফুল দিয়ে তারা বিএনপিতে যোগদান করেন। বিএনপিতে যোগ দেওয়া নেতাকর্মীরা বলেন, আমরা দীর্ঘদিন আ.লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম এবং ওই দলে কোনো আদর্শ নেই। তারা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। এজন্য গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বিএনপিতে যোগদান করলাম। যতদিন বেঁচে আছি বিএনপির রাজনীতিই করব। বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও তার নেতাকর্মীরা যে সম্মান দেখিয়েছেন তাতে আমরা বিমোহিত। ঐক্যবদ্ধভাবে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীকে ভোট দেব। এ বিষয়ে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি এম আকবর আলী জানান, উপজেলার বড়হর খামারপাড়া গ্রামের নিজ বাড়িতে এসে পূর্ণিমাগাতী ইউনিয়ন আ.লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ২ শতাধিক নেতাকর্মী ও সমর্থক বিএনপিতে যোগদান করেছেন।
