পোস্টাল ভোট

অ্যাপে পাসওয়ার্ড রিসেট করার জন্য কল সেন্টার নম্বরে যোগাযোগ করার অনুরোধ

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে নিবন্ধনকারী ভোটারদের পোস্টাল ভোট বিডি অ্যাপে পাসওয়ার্ড রিসেট করার জন্য কল সেন্টার নম্বরসমূহে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল শুক্রবার নির্বাচন কমিশনের এক বার্তায় বলা হয়েছে, পোস্টাল ভোট বিডি অ্যাপে পাসওয়ার্ড রিসেট করার জন্য সম্মানিত ভোটারগণকে কল সেন্টার নম্বরসমূহে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। কল সেন্টার সেবা সপ্তাহের ৭ দিন ২৪ ঘণ্টা খোলা রয়েছে। হটলাইন নম্বরঃ +৮৮০৯৬১০০০০১০৫, হোয়াটসঅ্যাপ: +৮৮০১৩৩৫১৪৯৯২০, +৮৮০১৩৩৫১৪৯৯২৩-৩২, +৮৮০১৭৭৭৭৭০৫৬২।

ইসি’র তথ্য অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোট ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশের ভেতরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন। এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের জানিয়েছেন, বাংলাদেশ পোস্ট অফিস থেকে এখন পর্যন্ত প্রবাসীদের ঠিকানায় ৭ লাখ ৬৭ হাজার ৮৪টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে প্রবাসীরা হাতে পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৮৭৩টি ব্যালট।