ভোটারদের কাছ থেকে শঙ্কার কথা শুনছি

বললেন তাসনিম জারা

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে কি না কিংবা ভোটকেন্দ্রে নির্বিঘ্নে গিয়ে ভোট দেওয়া যাবে কি না, তা নিয়ে ভোটাররা এখনো শঙ্কিত বলে দাবি করেছেন ঢাকা-৯ আসনের প্রার্থী তাসনিম জারা।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে ফুটবল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হওয়া এই নারী গণসংযোগের সময় এমন বার্তাই পাচ্ছেন বলে জানিয়েছেন। গতকাল বুধবার রাজধানীর বাসাবো বৌদ্ধমন্দির এলাকায় নির্বাচনী গণসংযোগে ছিলেন তিনি। সেখানে নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাসনিম জারা বলেন, ‘নিরাপত্তা নিয়ে শঙ্কা আছে। আমরা জানি যে তফসিল ঘোষণার পরের দিনই ওসমান হাদি গুলিবিদ্ধ হন। যাঁরা গুলি করেছেন, সেই ব্যক্তিরা কিন্তু গ্রেপ্তার হননি এখনো। ভোটাররা অনেকেই শঙ্কা প্রকাশ করছেন যে ভোটটা সুষ্ঠু হবে কি না? তাঁরা নিরাপদে ভোটকেন্দ্রে যেতে পারবেন কি না?’

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট গ্রহণ হবে। এই নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক সহিংসতায় ৩৬ দিনে অন্তত ১৫ জন নিহত হন। প্রার্থীদের অনেকেই শঙ্কা প্রকাশের পর তাঁদের নিরাপত্তায় সশস্ত্র দেহরক্ষী দিয়েছে পুলিশ। অন্তর্বর্তী সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে গেলেও ভোটাররা এখনো আশ্বস্ত হননি বলে মনে হয়েছে তাসনিম জারার।

তাসনিম জারা বলেন, আগের মতো আগেই ভোট দেওয়া হয়ে গেছে কিংবা সুষ্ঠুভাবে গণনা হচ্ছে না এরকম শঙ্কা অনেকেই প্রকাশ করছেন। এ শঙ্কা অবশ্যই দূর করতে হবে। নির্বাচনে সবার সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হওয়া খুব প্রয়োজন বলেও মন্তব্য করেন এই স্বতন্ত্র প্রার্থী। এনসিপি থেকে বের হয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তরুণদের ভোট ভাগ হবে কি না, এমন প্রশ্নে তাসনিম জারা বলেন, ‘নির্বাচনে একাধিক দল ও প্রার্থী থাকবে।