৮ ফেব্রুয়ারির পরে হলে পোস্টাল ব্যালটে থাকবে না নাম-মার্কা
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
প্রার্থী তালিকায় ৮ ফেব্রুয়ারির যুক্ত হলে পোস্টাল ব্যালটে তার নাম কিংবা মার্কা যুক্ত করার সুযোগ থাকবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বৃহস্পতিবার এ সিদ্ধান্তের কথা জানান নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট হবে। সেক্ষেত্রে ৮ ফেব্রুয়ারির মধ্যে দেশের ভেতরে সাড়ে ৭ লাখ পোস্টাল ব্যালট পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। এসব ব্যালটে আসনভিত্তিক প্রার্থীর নাম ও মার্কা থাকবে। এরই মধ্যে প্রবাস থেকে পোস্টাল ব্যালট দেশেও আসছে। প্রবাসীদের পোস্টাল ব্যালটে ১১৮টি প্রতীক রয়েছে। সাড়ে ৭ লাখের বেশি নিবন্ধিত প্রবাসীর মধ্যে প্রায় ৫৫ হাজারের ব্যালট পেপার ফেরত খামে দেশে পৌঁছে গেছে। বাছাই ও আপিল শেষে ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল। এরপর অনেকে আদালতের আদেশে প্রার্থিতা ফেরত পান। এখন ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী রয়েছে ২০১৭ জন। বিরাজমান পরিস্থিতি নতুন করে প্রার্থী যোগ হওয়ায় বেশ কিছু আসনে পোস্টাল ব্যালট নিয়ে জটিলতায় পড়ে ইসি। গতকাল বৃহস্পতিবার এ নিয়ে কমিশনের আলোচনার পর পোস্টাল ব্যালটের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
ইসি সচিব আখতার আহমেদ বিকালে ব্রিফিংয়ে জানান, প্রশ্ন এসেছে কত সময় পর্যন্ত নতুন প্রার্থী সংযোজন করা যেতে পারে, যেন পোস্টাল ব্যালটের ভোটটা যেন নিশ্চিত করা যায়। এখানে একটা প্রাসঙ্গিক সময়ের ব্যাখ্যা দরকার ছিল। কমিশন সিদ্ধান্ত নিয়েছে, ৮ ফেব্রুয়ারি পর্যন্ত আদালত যদি কারোর প্রার্থিতা বহভল, পুনর্বহাল করেন বা দেন; তাহলে সেই পর্যন্ত আমরা এটা পোস্টাল ব্যালটে তাদেরকে অন্তর্ভুক্তির বিষয়টা বিবেচনায় নেব বা নেওয়া যেতে পারে। ইসি সচিব বলেন, ‘কিন্তু ৮ ফেব্রুয়ারির পরে যদি কারো প্রার্থিতা পুনর্বহাল হয়, সেক্ষেত্রে পোস্টাল ব্যালট তাদের ক্ষেত্রে প্রযোজ্য হওয়ার সুযোগ নেই।
