ছাড়া পেলেন বাংলাদেশ ও ভারতে আটক ১৫১ জেলে
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী বাংলাদেশ ও ভারতীয় কোস্টগার্ডের তত্ত্বাবধানে দুই দেশের আটক ১৫১ জন জেলে ছাড়া পেয়েছেন। তাদের মধ্যে বাংলাদেশের ১২৮ এবং ভারতের ২৩ জন রয়েছেন। ছাড়া পাওয়া বাংলাদেশি জেলেদের গতকাল শুক্রবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামণ্ডউল-হক জানান, গত ১৮ এবং ২৩ অক্টোবর বাংলাদেশ জলসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণরত অবস্থায় বাংলাদেশ নৌবাহিনী দুটি ভারতীয় ফিশিং বোটসহ ২৩ জন জেলেকে আটক করে।
অপরদিকে, গত বছরের ১৬, ১৭, ১৯ এবং ৩০ নভেম্বর ভারতীয় জলসীমায় মৎস্য আহরণের অভিযোগে পাঁচটি বাংলাদেশি ফিশিং বোটসহ ১২৮ জন জেলেকে আটক করে ভারতীয় কোস্টগার্ড। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপক্ষীয় সমঝোতার মাধ্যমে আটক থাকা জেলেদের বিনিময়ের সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী ২৯ জানুয়ারি বাংলাদেশ কোস্টগার্ডের তত্ত্বাবধানে বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনে বাংলাদেশে আটক থাকা ২৩ জন ভারতীয় জেলেকে দুটি ফিশিং বোটসহ ভারতীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়। একই সঙ্গে ভারতে আটক থাকা ১২৮ জন বাংলাদেশি জেলেসহ পাঁচটি ফিশিং বোট বাংলাদেশ কোস্টগার্ড গ্রহণ করে। লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামণ্ডউল- হক বলেন, ‘ছাড়া পাওয়া বাংলাদেশি জেলেদের গতকাল শুক্রবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
