পরবর্তী বিপ্লব হবে মিডিয়া ও প্রশাসনের বিরুদ্ধে
বললেন হাসনাত আব্দুল্লাহ
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কুমিল্লা প্রতিনিধি
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘পরবর্তী বিপ্লব হবে মিডিয়া ও প্রশাসনের বিরুদ্ধে।’ গতকাল শুক্রবার সন্ধ্যায় কুমিল্লায় নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, সময়, একাত্তর আর ডিবিসি আবারও দালালি শুরু করেছে। মিডিয়ার হাত বদল হয়েছে কিন্তু দালালদের চরিত্র বদল হয়নি। এদের আবারও কাঠগড়ায় দাঁড় করাবো। তারা একটি দলের হয়ে আবার দালালি শুরু করেছে, তাদের সব প্রশ্ন আমাদের নিয়ে, অপরদিকে বিশেষ দলের প্রশংসা আর দালালি করছে তারা। বিএনপিকে ইঙ্গিত করে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘লাগামহীন কর্মীদের সামলাতে না পারলে তারেক রহমানের অধঃপতন অতি নিকটে।’ ভোটারদের উদ্দেশে এই এনসিপি নেতা বলেন, ‘নির্বাচিত হলে পাঁচ বছর বিনা পয়সায় আপনাদের সেবা করবো। আমি আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ওয়াদা খেলাপ করবো না। নিজে দুর্নীতি করবো না। আমার আওতাধীন কাউকে দুর্নীতি করার সুযোগ দেবো না।’
