করোনায় সন্তানরা কাছে না থাকলেও পাশে ছিল পুলিশ
বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২১, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাসের সময় সন্তানরা পাশে না থাকলেও পুলিশ কাছে ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, করোনার সময় যখন সন্তানরা মায়ের লাশ ফেলে পালিয়ে যাচ্ছে, যখন এলাকায় একজনের করোনা হলে ওই এলাকার মানুষ সবাই পালিয়ে যাচ্ছে, সে সময় পুলিশ সবার পাশে দাঁড়িয়েছে। তিনি বলেন, পুলিশ সব সময় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে।
করোনার সময় তারা কোনো কিছু না ভেবেই ঝাঁপিয়ে পড়েছে। নিজেদের সুরক্ষার কথা চিন্তা না করে জনসাধারণের সেবা দিয়ে গেছে।
এ সময় পুলিশ কনস্টেবল থেকে শুরু করে আইজি পর্যন্ত সব পুলিশ সদস্যকে করোনা মহামারির সম্মুখ সারির যোদ্ধা (ফ্রন্ট ফাইটার) হিসেবে স্বীকৃতিস্বরূপ ইনসিগনিয়া ব্যাচ পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।