বিভিন্ন তেল ও উপাদান মিশিয়ে তৈরি তেল চুল পড়া কমানোর পাশাপাশি দেবে উজ্জ্বল মসৃণভাব। তেল হচ্ছে চুলের খাবার। চুলকে স্বাস্থ্যকর খাবার দিলে তা সুস্থ ও পরিপুষ্ট হয়। চুল ভালো রাখতে ঘরে ‘ম্যাজিকেল তেল’ তৈরির পরামর্শ দেন শিবানিজ অ্যারোমার স্বত্বাধিকারী শিবানি দে। তিনি মনে করেন, প্রাকৃতিক উপাদান ব্যবহার করে ঘরে তেল তৈরি করে তা নিয়মিত ব্যবহার করলে চুলের যাবতীয় সমস্যা দূর করা সম্ভব। তেল তৈরি উপকরণ ও প্রক্রিয়া সম্পর্কেও জানান তিনি।
উপকরণ : পেঁয়াজ, সরিষার তেল, পুদিনা পাতা, নারিকেল তেল, তিলের তেল, কালোজিরা, মেথি গুঁড়া, লবঙ্গ ও রসুন।
তৈরি পদ্ধতি : মাঝারি বা ছোট মাপের শক্ত তিনটা পেঁয়াজ টুকরা করে কেটে সঙ্গে ১০০ গ্রাম পুদিনা পাতা ও দুই চামচ খাঁটি সরিষার তেল দিয়ে কোনো রকম পানি ছাড়া মিশিয়ে নিতে হবে। এরপর একটা পাত্রে ১০০ মি.লি. সরিষার তেল, তৈরি করা পেঁয়াজের মিশ্রণ, নারিকেল তেল, তিলের তেল, কালোজিরা, মেথি গুঁড়া, লবঙ্গ গুঁড়া ও রসুন কুচি যোগ করে ২০ থেকে ২৫ মিনিট মৃদু তাপে ফুটাতে হবে। খেয়াল রাখতে হবে যেন তেল পুড়ে না যায়। ধীর তাপে দীর্ঘক্ষণ তেল ফুটানো হলে ব্যবহৃত উপকরণের নির্যাস এর মধ্যে ভালো মতো মিশবে। ফলে তা চুলের জন্য ভালো কাজ করবে।
ব্যবহার পদ্ধতি : একটা পাত্রে গরম পানি নিয়ে তার ওপরে তেলের বাটিটি রেখে তেল গরম করে নিতে হবে। সপ্তাহে নিয়মিত দুই-তিনবার এ তেল ব্যবহরে ভালো ফল পাওয়া যাবে।
উপকারিতা : পেঁয়াজে রয়েছে সালফার, পটাশিয়াম ও অন্যান্য খনিজ, যা নতুন চুল গজায়, রক্ত সঞ্চালন বাড়ায় ও চুল পড়া কমায়। সরিষার তেল চুল ঘন ও কালো করে। তিলের তেল নতুন চুল গজাতে সহায়তা করে। সূত্র : ওয়েবসাইট