এক সময় এই নদীর বুকে সারা বছর পানি থৈ থৈ করত, শোভা পেত বাহারি রঙের পালতোলা নৌকা। চলত ছোট-বড় দূরপাল্লার ইঞ্জিনচালিত লঞ্চ ও স্টিমার। কিন্তু কালের বিবর্তনে কালিগঙ্গা হারিয়েছে তার জৌলুস। বর্ষা চলে গেছে, শেষ হয়ে গেছে জেলেদের মাছ ধরা। তাই শুকনো নদীতে পড়ে আছে ডিঙি নৌকা। ছবিটি মানিকগঞ্জের ঘিওরের সিংজুরী এলাকা থেকে তোলা * আলোকিত বাংলাদেশ