যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত না হলে ট্রেন চলবে না

রেলমন্ত্রী

প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দেশের চলমান পরিস্থিতি স্বাভাবিক না হলে এবং কারফিউ পুরোপুরি না উঠে গেলে ট্রেন চলাচল করবে না। গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। গতকাল তিনি বলেন, এখনো দেশের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। কারফিউ চলছে, তাই ট্রেন চলাচল বন্ধ আছে। তাছাড়া টিকিট কাটার জন্য পর্যাপ্ত ইন্টারনেট সেবাও এখন নেই। এছাড়া যাত্রীদের নিরাপত্তার বিষয়টি আমরা সুনিশ্চিত করতে পারব কি না, সেটিও চিন্তার বিষয়। এ কারণে যাত্রীদের নিরাপত্তার বিষয়টি চিন্তা করে এবং কারফিউ চলাকালীন সময় আমরা আপাতত যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রেখেছি।

এ সময় মন্ত্রী বলেন, দুই-চার দিন পরে যদি পরিস্থিতি অনুকূলে আসে এবং চলমান কারফিউ উঠে যায়, টিকিট কাটার জন্য ইন্টারনেট সেবা পর্যাপ্ত থাকে, তখন আমরা বসে সিদ্ধান্ত নেব। সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনা প্রেক্ষিতে ট্রেন চলাচলের বিষয় সিদ্ধান্ত নেয়া হবে। আপাতত যাত্রীবাহী ট্রেন চলছে না। তবে বিশেষ প্রয়োজনে মালবাহী ট্রেন ও বিশেষ নিরাপত্তায় তেলবাহী কনটেইনার ট্রেন চালানো হচ্ছে।