ঢাকা ০৪ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ডিঙ্গি নৌকা ও সাঁকো একমাত্র ভরসা

অবহেলিত গ্রাম রশিদপুর নয়াপাড়া নেই রাস্তাঘাট, চরম দুর্ভোগ

অবহেলিত গ্রাম রশিদপুর নয়াপাড়া নেই রাস্তাঘাট, চরম দুর্ভোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রশিদপুর নয়াপাড়া যোগাযোগ বিচ্ছিন্ন একটি অবহেলিত গ্রাম। এতে ওই গ্রামে শিক্ষাপ্রতিষ্ঠানসহ কোনো উন্নয়নের ছোঁয়া মেলেনি। দীর্ঘদিন ধরে গ্রামবাসী চরম দুর্ভোগের শিকার। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে হাটিকুমরুল ইউনিয়নে এ গ্রামের অবস্থান। প্রায় আড়াই হাজার মানুষ বসবাস করছে এ গ্রামে এবং গ্রাম থেকে বের হবার কোন যোগাযোগ ব্যবস্থা নেই।

গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে সরস্বতী নদী এবং সেই নদীর উপর নেই কোনো ব্রিজ। গ্রাম থেকে একমাত্র রাস্তাটি নেমেছে সরস্বতী নদীর ঘাটে। বিশেষ করে বর্ষা মৌসুমে এ ঘাটে রশিটানা ডিঙ্গি নৌকা পারাপারের বাহন এবং খরা মৌসুমে বাঁশের সাঁকো। গ্রামবাসীর উদ্যোগে এ নৌকা ও সাঁকোর ব্যবস্থা করা হয় প্রতিবছর। পার্শ্ববর্তী প্রাথমিক বিদ্যালয়ের দুরত্ব আড়াই কিলোমিটার। আর এ অবহেলিত গ্রামে শতাধিক শিক্ষার্থী রয়েছে। এসব শিক্ষার্থীকে যাতায়াতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হয়।

স্থানীয়রা বলছেন, স্বাধীনতা পরবর্তী সময় থেকে এ গ্রামে একটি রাস্তা ও ওই নদীর ব্রিজের জন্য স্থাানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে একাধিকবার আবেদন করা হয়েছে। কিন্তু আবেদন করা হলেও রাস্তা ও ব্রিজ ভাগ্য মেলেনি। এ কারণে গ্রামবাসীর উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় পাটধারী পূর্বপাড়া থেকে নয়াপাড়া পর্যন্ত একটি সড়ক নির্মাণ করা হয়েছে। এখন শিক্ষার্থীরাসহ গ্রামের লোকজন চলাচলে কিছুটা স্বস্তি ফিরেছে। ভুক্তভোগীরা অবিলম্বে তাদের গ্রাম থেকে বের হওয়ার রাস্তাটি পাকাকরণ এবং সরস্বতী নদীর উপর একটি ব্রিজ নির্মাণ ও গ্রামে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা প্রকৌশলী আবু সায়েদ বলেন, উক্ত গ্রামবাসীর যোগাযোগ ব্যবস্থায় রাস্তা তৈরির উদ্যোগ নেয়া হয়েছে এবং ওই নদীর উপর ব্রিজ নির্মাণের বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত