ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

ডিবি হেফাজতে সুলতান মনসুর

ডিবি হেফাজতে সুলতান মনসুর

কানাডা থেকে দেশে ফেরার পর বিমানবন্দরে আটক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুরকে ডিবি হেফাজতে নেয়া হয়েছে। গতকাল সোমবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করার পর তাকে ডিবি হেফাজতে নেয়া হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, কিছু অভিযোগের কারণে জিজ্ঞাসাবাদের জন্য সুলতান মনসুরকে আটক করা হয়। পরে তাকে ডিবি হেফাজতে নেয়া হয়েছে। সুলতান মনসুরের পরিবার জানিয়েছে, দীর্ঘদিন ধরেই তিনি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডায় ভ্রমণে ছিলেন। ছাত্র আন্দোলন শুরুর অনেক আগে থেকেই তিনি দেশের বাইরে ছিলেন। সুলতান মনসুর ১৯৮৬ সালে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন। এরপর ১৯৮৯ সালে ডাকসুর সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন তিনি। ১৯৯৬ সালের ১২ জুনের নির্বাচনে মৌলভীবাজার-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে বিএনপির ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছিলেন তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত