ঢাকা ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

পৃথিবীর ঘূর্ণনে গণ্ডগোল!

পৃথিবীর ঘূর্ণনে গণ্ডগোল!

পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে, এটা আমরা সবাই জানি। এই ঘূর্ণনের ফলেই দিন রাত হচ্ছে। ঘূর্ণন গতি সব সময় একই থাকে। যদিও বছরে একবারই সামান্য একটু এদিক-সেদিক হয়। যা এতদিন গোনায় ধরা হতে না। কিন্তু এবার পৃথিবীর সেই ঘূর্ণনে পরিবর্তন আসছে। তবে রাত-দিনের হেরফের হচ্ছে না। সমস্যাটা অন্য জায়গায়। যা বড় ধরনের মহাজাগতিক সমস্যাও বটে! এই ধরনের কিছু যে ঘটতে পারে তা প্রথম ধরা পড়েছিল ১৯৭০ সালে। তারপর থেকেই বিষয়টির উপর নজর রেখে চলেছেন বিশ্বজোড়া বিজ্ঞানীরা। কী জানা গিয়েছিল?

জানা গেছে- পৃথিবীর পেট, যেটাকে ‘আর্থস কোর’ বলে, সেখানে পরিবর্তন ঘটতেই পারে। অতি সম্প্রতি ‘আর্থস কোরে’ বদল ঘটেছে! পৃথিবীর পেটের ভেতরে তরল আছে। সেটা সব সময় ঘোরে। সেই ঘোরায় বদল এসেছে। কিন্তু বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন-ঠিক বদলটা কী? ওই ঘূর্ণন কি থেমে গিয়েছে? দ্রুত গতির হয়েছে? না, এর গতি কমেছে? বিজ্ঞানীরা শুধু এটুকু বলতে পেরেছেন ,লাট্টুর মতো ধাতব একটা বল পৃথিবীর পেটের ভেতর নিজের ইচ্ছেমতো ঘুরে বেড়াচ্ছে। কোন দিকে, কত গতিতে কিছুই বলা যাচ্ছে না। আর এই ঘূর্ণনের কারণেই আর্থকোয়েকের একটা আশঙ্কা থেকে যাচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত