ঢাকা ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

অন্তর্বর্তী সরকার প্রণীত সব আইনের খসড়া পরীক্ষা করা হবে

অন্তর্বর্তী সরকার প্রণীত সব আইনের খসড়া পরীক্ষা করা হবে

অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে প্রণীত সব আইনের খসড়া পরীক্ষা-নিরীক্ষা করবে মন্ত্রিপরিষদ বিভাগ। কোনো আইন বা অধ্যাদেশ প্রণয়ন বা সংশোধনের জন্য উপদেষ্টা পরিষদে তোলার আগে তা মন্ত্রিপরিষদ বিভাগের আইনের খসড়া পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত সংশ্লিষ্ট কমিটি খতিয়ে দেখবে। সম্প্রতি উপদেষ্টা পরিষদে এ সিদ্ধান্ত হয়েছে। গত সোমবার সরকারের এ সিদ্ধান্তের বিষয়টি সব মন্ত্রণালয় ও বিভাগকে জানিয়ে দেওয়া হয়েছে। মন্ত্রণালয় ও বিভাগকে প্রণীতব্য আইনের খসড়া মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানোর নির্দেশনা দেয়া হয়। প্রধান উপদেষ্টার মূখ্য সচিব এবং সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের পাঠানো চিঠিতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগে আইনের খসড়া পরীক্ষা-নিরীক্ষা করে মতামত প্রদান সংক্রান্ত একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি রয়েছে। কমিটির কাছে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রণীতব্য-সংশোধিতব্য ৮৬টি আইনের খসড়া বিবেচনাধীন ছিল যা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সংশ্লিষ্ট মন্ত্রণালয়-বিভাগে ফেরত পাঠানো হয়। সচিবালয় নির্দেশমালা অনুযায়ী, আইন প্রণয়নের যে কোনো উদ্যোগ মন্ত্রিসভা-উপদেষ্টা পরিষদের সভায় নীতিগত অনুমোদনের জন্য উপস্থাপনের আগে মন্ত্রিপরিষদ বিভাগের আইনের খসড়া যাচাই বাছাই সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় কমিটি কর্তৃক পরীক্ষা-নিরীক্ষার জন্য মন্ত্রিপরিষদ বিভাগে প্রেরণের বাধ্যবাধকতা রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত