ঢাকা ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

কোনো বিশেষ দলকে প্রাধান্য দেয়া যাবে না

ভিপি নুরুল হক নূর
কোনো বিশেষ দলকে প্রাধান্য দেয়া যাবে না

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, ‘কোনো রাজনৈতিক দলকে প্রাধান্য দিয়ে অন্যদের অবজ্ঞা করা যাবে না। সব দলের প্রতিনিধিদের মতামত নিয়ে সব কাজ করতে হবে। ছোটখাটো বিরোধের কারণে যাতে আমরা নতুন করে দেশ গড়ার সুযোগ থেকে যাতে বঞ্চিত না হই, সেদিকে খেয়াল রাখতে হবে।’ গতকাল বৃহস্পতিবার ঐতিহাসিক চরমোনাইর বার্ষিক মাহফিলে আয়োজিত ওলামা ও সুধী সম্মেলনে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। নূর বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের স্লোগান ‘নেতা নয়, নীতির পরিবর্তন চাই’ এই স্লোগানকে বাস্তবায়ন করে আমাদের ঐক্যবদ্ধ থেকে নতুন কিছু করতে হবে।’

সেখানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি মুহাম্মদ রেজাউল করীম। সেখানে ধর্মভিত্তিক দলের নেতাসহ গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত