ঢাকা ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ডিআরইউ নির্বাচন

সালেহ সভাপতি, সোহেল সাধারণ সম্পাদক

আলোকিত বাংলাদেশের ফারুক আলম সদস্য পদে নির্বাচিত
সালেহ সভাপতি, সোহেল সাধারণ সম্পাদক

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে দৈনিক নয়া দিগন্তের আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক পদে দৈনিক ইনকিলাবের মাইনুল হাসান সোহেল নির্বাচিত হয়েছেন।

গতকাল শনিবার অনুষ্ঠিত নির্বাচনে সালেহ পেয়েছেন ৮০১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোরসালিন নোমানী পেয়েছেন ৪৯৬ ভোট এবং শরিফুল ইসলাম (বিলিউ) পেয়েছেন ১০২ ভোট। সাধারণ সম্পাদক পদে মাইনুল হাসান সোহেল ৫৪৮ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহনাজ শারমিনকে পরাজিত করেছেন।

সাধারণ সম্পাদক পদে অপর দুই প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আল কাফি ২৮৯ ও মাহমুদুল হাসান পেয়েছেন ২১০ ভোট।

সহ-সভাপতি পদে গাজী আনোয়ার ৬৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর নাদিয়া শারমিন ৭২৩ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই তুহিন (৫৫০ ভোট), দপ্তর সম্পাদক রফিক রফি (৬৮৩ ভোট), মহিলাবিষয়ক সম্পাদক রোজিনা রোজী (৯০৭ ভোট), প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী (৭৮২ ভোট), আইসিটি ও প্রশিক্ষণ সম্পাদক শরিফুল ইসলাম (৬৩২ ভোট), ক্রীড়া সম্পাদক মুজিবুর রহমান (৭৯৫ ভোট), সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক খান (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) নির্বাচিত হয়েছেন। আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ সলিম উল্লাহ (মেজবাহ) (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) ও কল্যাণ সম্পাদক রফিক মৃধা (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)।

ডিআরইউ’র নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচিত সাত সদস্য হলেন- জোনায়েদ শিশির (৯২৭ ভোট), আক্তারুজ্জামান (৮৩৪ ভোট), বোরহানউদ্দিন (৭৬৪ ভোট), আমিনুল হক ভূঁইয়া (৭০৯ ভোট), ফারুক আলম (৬০৬ ভোট), সুমন চৌধুরী (৫০৬ ভোট) ও সলিমুল্লাহ (৪০৬ ভোট)।

মোট ১৭৪৪ জনের মধ্যে ১৪২৫ জন ভোটার ডিআরইউ নির্বাচনে তাদের অধিকার প্রয়োগ করেছিলেন। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত