তিন জেলায় সড়কে নিহত চার

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

মুন্সীগঞ্জের শ্রীনগরে পৃথক দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় কলেজ ও মাদ্রাসায় পড়ুয়া দুই ছাত্র নিহত ও তিনজন আহত হয়েছে। পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানাগেছে, গতকাল শুক্রবার ভোর ৪টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার কামারখোলা নামক এলাকায় মাওয়া গামী বেপরোয়া গতির দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হলে, মোটরসাইকেল দুটি সিটকে রাস্তার উপর পড়ে যায়। এতে ঘটনাস্থলে রিপন হোসেন ইয়ান (২১) নামক এক কলেজ ছাত্র নিহত ও মোটরসাইকেলে থাকা অন্য তিনজন গুরুতর আহত হয়। নিহত রিপন হোসেন নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার মাঝ ডাল এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি তুলারাম কলেজের ছাত্র। আহত অন্য তিনজনের বাড়ি একই এলাকায়। এরা সকলেই রাতে মাওয়া এলাকায় ঘুরতে এসেছিল। অন্যদিকে গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকা-দোহার সড়কের শ্রীনগর উপজেলা তিন দোকান নামক স্থানে অটো রিকশাচাপায় আব্দুল্লাহ বিন তালহা (৬) নামক এক মাদ্রাসা ছাত্র নিহত হন। নিহত তালহা শ্রীনগর উপজেলার দক্ষিণ উমপাড়া গ্রামের দ্বীন ইসলামের ছেলে। সে উপজেলার দামলা আব্দুল ওহাব দারুচ্ছুন্নাত হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। ভোলার সদর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় ইমন (১৮) নামের একজন এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। গতকাল সকালে পরানগঞ্জ বিশ্বরোড চত্ত্বরে এ দুর্ঘটনা ঘটে। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন। নিহত ইমন সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের শামাদ্দার গ্রামের মো. রফিকের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত ইমন রাস্তাপার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা কভার ভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইমন নিহত হয়। বঙ্গবন্ধু সেতু-ভূঞাপুর সড়কে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী নামক স্থানে গতকাল সকাল ৯ টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় শাহরুখ আকন্দ নাবিল (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার দুই বন্ধু আহত হয়েছেন। নিহত শাহরুখ আকন্দ নাবিল ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের পাঁচটিকরী গ্রামের আলী মাহমুদ আকন্দের ছেলে এবং বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। আহতরা হলেন- ভূঞাপুর শহরের বীরহাটি এলাকার আনোয়ার চকদারের ছেলে লিমন চকদার ও ফলদা ইউনিয়নের ধুবলিয়া গ্রামের রশিদ শেখের ছেলে রবিন। তারা তিনজনই বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের এইচএসসি পরীক্ষার্থী। ভূঞাপুর থানার এসআই সুমন জানান, নিহত নাবিলের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।