সামাজিক অপবাদের কারণে নারী মাদক নির্ভরশীলরা চিকিৎসা গ্রহণে অনিচ্ছুক
বললেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
প্রকাশ : ০৩ মার্চ ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

সামাজিক অপবাদ ও স্টিগমার কারণে নারী মাদক নির্ভরশীলরা চিকিৎসা গ্রহণে অনিচ্ছুক বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে গতকাল রোববার বিকাল ৪টায় রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ে আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের আয়োজনে ‘অধিকার, সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ শীর্ষক এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, দেশে নারী মাদকসেবীর সংখ্যা বাড়ছে। কিন্তু মাদকের চিকিৎসায় পিছিয়ে আছেন তারা। নারীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পাশাপাশি প্রজননস্বাস্থ্যের ওপর প্রভাব ফেলছে মাদক সেবন। এর ফলে একজন নারীর সন্তানধারণ ও লালন-পালন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আপনারা আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের মতো ভালো ভালো প্রতিষ্ঠান থেকে চিকিৎসা নিয়ে সুস্থ জীবনে ফিরে যান।
ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক ড. গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের প্রতিষ্ঠাতা পরচিালক মাহফুজা রহমান চৌধুরী বাবলী ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ইয়াসমিন এইচ আহমেদ। এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মনোরোগ বিশেষজ্ঞ ডা. রুবাইয়াত ফেরদৌস, ঢাকা আহ্ছানিয়া মিশনের কাউন্সেলিং সার্ভিসের কো-অর্ডিনেটর ড. রাহেনা বেগম এবং ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সহকারী পরিচালক (মেডিকেল সার্ভিসেস) ডা. নায়লা পারভীন। এসময় স্বাগত বক্তব্য রাখেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে নারী মাদক নির্ভরশীলদের চিকিৎসা ব্যবস্থা সীমিত। এই সীমিত ব্যবস্থার মধ্যে যারা চিকিৎসা গ্রহণ করতে যায় তারা সামাজিক অপবাদ ও স্টিগমারের শিকার হন। এই কারণে অনেকে চিকিৎসা গ্রহণ থেকে দূরে থাকেন। নারী দিবসে আমাদের দাবি থাকবে নারী মাদক নির্ভরশীলদেন চিকিৎসা গ্রহণের অধিকার নিশ্চিত করা।