আইন প্রয়োগে পুলিশ সচেষ্ট
বললেন আইজিপি
প্রকাশ : ১৫ মে ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে মানবাধিকার সমুন্নত রেখে আইন প্রয়োগে পুলিশ সচেষ্ট রয়েছে। গতকাল যুক্তরাষ্ট্র ভিত্তিক রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংস্থার উচ্চ পর্যায়ের এক প্রতিনিধিদল পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসলে তিনি এ কথা বলেন। পুলিশ সদর দপ্তরে সংস্থার প্রেসিডেন্ট কেরি কেনেডির নেতৃত্বে ভাইস-প্রেসিডেন্ট (ইন্টারন্যাশনাল অ্যাডভোকেসি অ্যান্ড লিটিগেশন) অ্যানজেলিটা বেয়েনস এবং এশিয়া স্টাফ অ্যাটর্নি ক্যাথরিন কুপারের সমন্বয়ে তিন সদস্যের এক প্রতিনিধিদল আইজিপির সঙ্গে সাক্ষাৎ করেন। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সাক্ষাৎকালে প্রতিনিধিদল বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।