শৈশব

প্রকাশ : ৩০ মে ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

ঝুম বৃষ্টি হলে পাড়ার বন্ধুরা মিলে দুরন্তপনায় মেতে ওঠে শিশুরা- এমন দৃশ্য গ্রামে প্রায়শ দেখা গেলেও শহুরে শিশুদের এমন দৃশ্য তেমন দেখা যায় না। গতকাল রাজধানীতে হওয়া অঝোর বৃষ্টিতে এমন দৃশ্য ধরা পড়েছে এম খোকন সিকদার-এর ক্যামেরায় * আলোকিত বাংলাদেশ