ঢাকা সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

নিখোঁজের পর ভারতে মিলল দিনমজুরের লাশ, পতাকা বৈঠকের পর হস্তান্তর

নিখোঁজের পর ভারতে মিলল দিনমজুরের লাশ, পতাকা বৈঠকের পর হস্তান্তর

সিলেটের জকিগঞ্জ থেকে নিখোঁজের ছয় দিন পর ভারত থেকে এক দিনমজুরের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম আবদুল মালিক (৪২)। তিনি জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের মৌলভী চক গ্রামের মিরাশি বাড়ির বাসিন্দা।

গত শনিবার রাতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পতাকা বৈঠকের মাধ্যমে লাশটি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করে। পরে জকিগঞ্জ থানা-পুলিশের মাধ্যমে লাশ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, লাশটি নিহত ব্যক্তির পরিবারের কাছে শনিবার রাতেই হস্তান্তর করা হয়েছে।

পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, পেশায় দিনমজুর আবদুল মালিকের ভারতে আত্মীয়-স্বজন আছেন। তিনি প্রায়ই জকিগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে যেতেন। পরিবারের ধারণা, ১৩ জুলাই তিনি ভারতের করিমগঞ্জে স্বজনদের সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ হন। এর পর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি।

দুই দিন আগে করিমগঞ্জের কুশিয়ারা নদী থেকে একটি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করে স্থানীয় থানা-পুলিশ। করিমগঞ্জে বসবাসকারী আবদুল মালিকের স্বজনরা লাশটি তার বলে শনাক্ত করেন। পরে ভারতের করিমগঞ্জ থানা-পুলিশ বিএসএফের মাধ্যমে লাশটি বিজিবির কাছে হস্তান্তর করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত