গৌরব হারানো বুড়িগঙ্গা

প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

আধুনিক নগর সভ্যতার যুগে যান্ত্রিক যানবাহনের চাপে যখন হারিয়ে যাচ্ছে পালতোলা নৌকা, তখন গৌরব হারানো বুড়িগঙ্গার বুকে বর্ষার দিনে দেখা মিলল নদীমাতৃক বাংলাদেশের ঐতিহ্যবাহী এই চিত্র। গতকালের ছবি * এম খোকন সিকদার