নোটবুকএলএম ব্যবহারে টিপস

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

গুগলের তৈরি নোটবুকএলএম এখন গবেষণা, পড়াশোনা কিংবা যে কোনো প্রোজেক্টে কাজের জন্য অসাধারণ ভার্চুয়াল সহকারী। এটি আপনার নোট, ডকুমেন্ট, ওয়েবসাইট এমনকি ইউটিউব ভিডিও থেকে তথ্য সংগ্রহ করে সেগুলোকে বিশ্লেষণ ও সংক্ষেপে সাজিয়ে দেয়। ফলে যে কোনো বিষয়ে গভীরভাবে জানতে ও বুঝতে অনেক সহজ হয়। গুগলের নোটবুকএলএম টিমের সদস্য লেখক স্টিভেন জনসন জানিয়েছেন, ‘সরাসরি বললে নোটবুকএলএম হলো বুঝতে সাহায্য করার টুল।’ অর্থাৎ তথ্য শুধু সংরক্ষণ নয়, বরং তার ভেতরের লুকানো সম্পর্ক, বিশ্লেষণ এবং মূল বিষয়গুলো তুলে ধরাই এর কাজ। চলুন দেখে নেই, এক্সপার্টদের দেওয়া ৮টি টিপস। যা দিয়ে সহজেই শুরু করতে পারবেন নোটবুকএলএম ব্যবহার।

আপনার সাম্প্রতিক ডকুমেন্ট দিয়ে এক্সপেরিমেন্ট করুন: শুরুতে আপনার ১০টি সাম্প্রতিক ডকুমেন্ট আপলোড করুন। সেগুলো এলোমেলো হলেও সমস্যা নেই। এরপর প্রশ্ন করতে শুরু করুন। এতে নোটবুকএলএম কীভাবে কাজ করে এবং নতুন তথ্য বের করে আনে, তা সহজে বুঝতে পারবেন।

একটি ‘সবকিছুর নোটবুক’ বানান : একটি মেইন নোটবুক রাখুন যেখানে আপনার প্রতিদিনকার দরকারি তথ্য, অনুপ্রেরণামূলক উক্তি, কোম্পানির মূল ডকুমেন্ট বা ব্যক্তিগত আইডিয়া যুক্ত করবেন। পাশাপাশি নির্দিষ্ট টপিক বা প্রোজেক্টভিত্তিক আলাদা নোটবুকও তৈরি করুন। এতে কাজ হবে আরও গোছাল।

বিভিন্ন উৎস থেকে তথ্যকে যুক্ত করুন : অফিস বা পড়াশোনার অনেক তথ্য ছড়িয়ে থাকে বিভিন্ন ফোল্ডার, ওয়েব ট্যাব বা নোটে। নোটবুকএলএম এগুলো এক জায়গায় এনে আপনাকে সহজভাবে উপস্থাপন করবে। যেমন- কোনো প্রেজেন্টেশন বানানোর আগে গুগল ডকস, ছবি, আর্টিকেল সব একসঙ্গে দিয়ে দিলে এটি সুন্দরভাবে সারসংক্ষেপ বানিয়ে দেবে।

সাজেস্টেড প্রশ্ন দিয়ে শুরু করুন : তথ্য আপলোড করার পর নোটবুকএলএম নিজেই কিছু প্রশ্ন সাজেস্ট করবে। এগুলো আপনাকে কনটেন্ট আরও গভীরভাবে বুঝতে সাহায্য করবে। পরে আপনি নিজের মতো প্রশ্ন করতে পারবেন।

ভিন্ন ভিন্ন ফরম্যাটে তথ্য চান : নোটবুকএলএম শুধু সারাংশই দেয় না, বরং চাইলে সেটি এফএকিউ, টাইমলাইন, ব্রিফিং ডকুমেন্ট, স্টাডি গাইড কিংবা জনপ্রিয় অডিও ওভারভিউ- মানে কৃত্রিম দুটি হোস্টের মধ্যে অডিও কথোপকথনের আকারেও তুলে ধরতে পারে।

সৃজনশীল কাজে ব্যবহার করুন : শুধু অফিস বা পড়াশোনা নয়, গল্প-উপন্যাস লেখা, গেম বানানো কিংবা স্ক্রিনপ্লে ডেভেলপমেন্টেও এটি কাজে লাগে। চরিত্র, প্লট বা লোকেশন নিয়ে প্রশ্ন করলে নোটবুকএলএম আপনার সৃজনশীল প্রোজেক্টকে অনেক সহজ করবে।

অডিও ওভারভিউ চালু করুন : প্রতিটি ডকুমেন্ট থেকে ‘অডিও ওভারভিউ’ তৈরি করলে আপনি একটি লাইভ কথোপকথনের মতো তথ্য শুনতে পারবেন। চাইলে কাস্টমাইজ করে নির্দিষ্ট টপিক বা আপনার লেখা সম্পর্কে মতামতও নিতে পারবেন।

চ্যাট সেশনগুলো সংরক্ষণ করুন : নোটবুকএলএমণ্ডএ আপনার প্রশ্নোত্তর সেশন শেষে মূল বিষয়গুলো এক ক্লিকে নোটে সংরক্ষণ করতে পারবেন। ফলে পরে আবার কাজ ধরলে আগের জায়গা থেকে সহজেই শুরু করতে পারবেন।