বাড়ল মনোনয়ন বিক্রির সময়
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের আগে দাবিদাওয়া ঘিরে উত্তেজনা বিরাজ করছে ক্যাম্পাসে। মনোনয়নপত্র উত্তোলনের সময়সীমা আরও দুদিন বাড়িয়ে আজ মঙ্গলবার পর্যন্ত করা হয়েছে। এরইমধ্যে কেন্দ্রীয়, হল ও সিনেট প্রতিনিধি পদে মোট ৮৪৮ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। নির্বাচনে অংশ নিতে প্রার্থীদের জন্য চালু করা হয়েছে ডোপ টেস্ট। শেষ দিন পর্যন্ত ৫৭০ জন প্রার্থী নমুনা জমা দিয়েছেন। এদিকে, প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে রাবি ছাত্রদল প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে।
বাড়ল মনোনয়ন বিক্রির সময়সীমা : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলনের সময়সীমা আরও দুদিন বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন বিতরণ চলবে। গতকাল সোমবার দুপুর ২টায় রাকসুর ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রাকসুর ২৩টি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ১৫৫ জন, সিনেটে ছাত্র প্রতিনিধি পদে ৬৯ জন এবং ১৭টি হল সংসদ নির্বাচনে বিভিন্ন পদে ৪৬১ জন মিলে মোট ৮৪৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে সর্বোচ্চ সহ-সভাপতি (ভিপি) পদে ১৩ জন এবং হল সংসদ নির্বাচনে সর্বোচ্চ মতিহার হলে ৪৬ জন মনোনয়নপত্র নিয়েছেন। রাকসুর ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ বলেন, ‘কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে রাকসু নির্বাচনের ফরম বিতরণের সময় বাড়ানো হয়েছে। তবে নির্ধারিত তালিকা অনুযায়ী অন্যান্য সব কার্যক্রম যথাসময়ে চলবে।’ প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, ‘প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার প্রদানের বিষয়ে আমরা প্রশাসনের সঙ্গে একাধিকবার বৈঠক করেছি। উপাচার্য প্রশাসনের সঙ্গে পরামর্শ করে আমাদের এ বিষয়ে জানাবেন বলে আশ্বাস দিয়েছেন। তবে রাকসুর নির্বাচনের নির্ধারিত তারিখ ২৫ সেপ্টেম্বর অপরিবর্তিত রেখে সব সিদ্ধান্ত নেওয়া হবে।’
ডোপ টেস্টের জন্য ৫৭০ জন প্রার্থীর নমুনা সংগ্রহ : ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট শুরু হয়েছে গত ২৮ আগস্ট। শেষ দিন পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৭০ জন প্রার্থীর। গতকাল সকাল ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) টেকনোলজিস্ট আবু সাদাত মাহমুদ সায়েম রাজু এই তথ্য নিশ্চিত করেছেন। রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) টেকনোলজিস্ট আবু সাদাত মাহমুদ সায়েম রাজু বলেন, সব মিলে ৫৭০ জনের স্যাম্পল পাওয়া গেছে। আমাদের একটা মেডিকেল টিম আছে, তারাই সেগুলো পরীক্ষা করেন। আমরা এখান থেকে স্যাম্পলগুলো সংগ্রহ করে নিয়ে যাই। রামেকেই সেগুলো পরীক্ষা করা হচ্ছে। এসময় বিজয়-২৪ হলের এজিএস পদপ্রার্থী আব্দুর রহিম বলেন, নির্বাচন কমিশন একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে মাদকাসক্ত কেউ প্রার্থী হতে পারবে না। এই ডোপ টেস্টের সকল ধরনের খরচ বহন করবে রাকসু নির্বাচন কমিশন। এর আগে গত ২৭ আগস্ট রাতে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রার্থীদের ডোপ টেস্টের কথা জানানো হয়।
প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার দাবিতে ছাত্রদলের অবস্থান : প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার দাবি এবং নারী কর্মীদের ওপর হামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় তারা। এসময় ছাত্রদলের প্রায় ৫০ জন নেতাকর্মীকে কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়। অবস্থান কর্মসূচিতে রাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক, সর্দার জহুরুল ইসলাম বলেন, ‘আমরা ছাত্রদল সবসময় চেষ্টা করি গতানুগতিক ধারার বাইরে রাজনীতি করতে। আমরা শিক্ষার্থীদের পালস বোঝার চেষ্টা করি। প্রথম বর্ষের অনেকেই আমাদের অনুরোধ করেছে যেন তারা রাকসুতে ভোটাধিকার পায় এটা আমরা নিশ্চিত করি। সে কারণেই আমাদের এই আন্দোলন। এখানে আমাদের নিজেদের কোনো স্বার্থ নেই। একই দাবিতে আমরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছি।’ রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে গতকাল যে ধ্বস্তাধস্তির ঘটনা ঘটেছে তা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। আমাদের নারী কর্মীদেরও ছাড় দেয়নি। তারাও হেনস্তার শিকার হয়েছে। প্রশাসনকে এই ঘটনার দায় স্বীকার করতে হবে। আর আমাদের দাবিগুলো মেনে নিতে হবে। দাবি মেনে নিলেই আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করব। এছাড়া এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে।’ রাবি শাখা ছাত্রদলের সহ-সভাপতি সাবিহা আলম মুন্নি বলেন, ‘গত রোববার আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। এরপর হঠাৎ একদল শিক্ষার্থী এসে আক্রমণাত্মক ভঙ্গিতে আমাদের সাথে তর্ক করতে থাকে। এক পর্যায়ে আমরা তাদের সাথে কথা বলতে গেলে কয়েকজনকে হেনস্তা করা হয়।’ প্রথম বর্ষের অন্তর্ভুক্তির বিষয়ে, উপাচার্য সালেহ হাসান নকীব বলেন, ‘নির্বাচন কমিশনারের সঙ্গে নির্ধারিত তারিখ আগামী ২৫ সেপ্টেম্বর রেখেই কোনোভাবে করা যায় কিনা সে বিষয়ে আলোচনা হয়েছে। এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।’ উল্লেখ্য, প্রথম বর্ষের শিক্ষার্থীদের রাকসু নির্বাচনে অন্তর্ভুক্ত করার দাবিতে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয় ঘেরাও, ভাঙচুর ও পরবর্তীতে তালাবদ্ধ করেন রাবি ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার, ফাহিম রেজা, মেহেদী সজীবসহ আরও কয়েকজন সাধারণ শিক্ষার্থী তালা ভাঙতে যায়। পরবর্তীতে শিবিরের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত হয়। এসময় ধ্বস্তাধ্বস্তির ঘটনায় ৬ জনের মতো আহত হয়।
