‘দুর্গাপূজা ঘিরে কোনো হুমকি নেই’
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে কোনো ধরনের হুমকি নেই। এ বছর শান্তিপূর্ণ পরিবেশেই সারা দেশে পূজা অনুষ্ঠিত হবে।
গতকাল সোমবার দুপুরে সচিবালয়ে দুর্গাপূজার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সভা শেষে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘হিন্দু ধর্মাবলম্বী ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে সরকারের কথা হয়েছে। তাঁরা এবারের পূজা নিয়ে কোনো উদ্বেগ প্রকাশ করেননি। তাই নিরাপদ পরিবেশে সারা দেশে দুর্গাপূজা সম্পন্ন হবে।’ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এ বছর পূজামণ্ডপ ও দুর্গাপূজার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব, বিজিবি, আনসার এবং সশস্ত্র বাহিনী নিয়োজিত থাকবে। প্রতিটি মণ্ডপে আনসার সদস্য মোতায়েন করা হবে। সীমান্ত এলাকায় বিজিবি মূল নিরাপত্তার দায়িত্ব পালন করবে। পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যরাও সার্বিক সহায়তায় নিয়োজিত থাকবেন।’ তিনি বলেন, ‘পূজামণ্ডপের আশপাশে কোনো ধরনের মেলা বসতে দেওয়া হবে না। কেননা পূজামণ্ডপ ঘিরে যে মেলা বসে, সেখানে গাজা ও মদের আড্ডার মতো অনৈতিক কর্মকাণ্ড চলে, যা আইনশৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ। তাই এবার এসব কার্যক্রম কঠোরভাবে প্রতিহত করা হবে।’
উপদেষ্টা আরও বলেন, ‘সারা দেশে প্রায় ৩৩ হাজার মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। দুষ্কৃতকারীরা কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, যেকোনো আয়োজনকেই টার্গেট করতে পারে। তাই তাদের প্রতিহত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
তিনি জানান, ‘এবার সন্ধ্যা ৭টার আগেই প্রতিমা বিসর্জনের নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় থাকে। দুর্গাপূজার প্রতিটি কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর।’
