সুসংবাদ প্রতিদিন

লালমনিরহাটে মাচায় লাউ চাষে সাফল্য

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আরিফুর রশীদ, লালমনিরহাট

লালমনিরহাটে মাচায় লাউয়ের আবাদ দিন দিন বাড়ছে। বাড়ির উঠান থেকে শুরু করে বাণিজ্যিক খামার পর্যন্ত এই পদ্ধতিতে চাষ করে কৃষকরা লাভবান হচ্ছেন। সরেজমিন দেখা যায়, সদর উপজেলার কর্ণপুর, দুড়াকুটি, ফুলগাছ, কোদালখাতা, ভাটিবাড়ী, কাকেয়া টেপা, বনগ্রাম, শিবেরকুটি, আদিতমারীর কুমড়িরহাট, চন্দনপাট, বড় কমলাবাড়ী, হাজীগঞ্জ, চণ্ডীমারি, কালীগঞ্জের শিয়ালখাওয়া, চাপারহাট, ভোটমারী এবং হাতীবান্ধার দৈখাওয়া ও সিঙ্গিমারীসহ বিভিন্ন এলাকায় জমি ও বাড়ির আঙিনায় মাচা পদ্ধতিতে লাউ চাষ হচ্ছে। এসব গাছে এরইমধ্যে লাউ ধরেছে।

মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামের চাষি আমিনুল ইসলাম বলেন, এবার আমার লাউ গাছগুলো খুব সুন্দর হয়েছে। ফুল এসেছে, লাউ ধরছে। বিক্রিও করেছি, ভালো টাকা আয় হয়েছে। একই এলাকার কৃষক অর্জুন চন্দ্র জানান, বাজারে বিক্রি করে বাড়তি টাকা উপার্জন করেছেন তিনি। এতে সংসারের খরচে সহায়তা হচ্ছে।

খুচরা সবজি ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান মোস্তফা ও আলমগীর হোসেন জানান, তারা পাইকারি দরে লাউ কিনে খুচরায় প্রতিটি ৪০-৫০ টাকায় বিক্রি করছেন। এতে সামান্য হলেও লাভ হচ্ছে। লালমনিরহাটের উপ-সহকারী কৃষি কর্মকর্তা অপূর্ব বলেন, ‘আমরা কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছি। ফলে মাচায় লাউ চাষে কৃষকরা ভালো ফল পাচ্ছেন, হাসি ফুটছে তাদের মুখে।