ফ্রিজের ওপর যা রাখবেন না
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

কাঁচা কিংবা রান্না করা খাবার ভালো রাখতে ফ্রিজের বিকল্প নেই। আর সে কারণে আপনার রেফ্রিজারেটর কিংবা ফ্রিজ এখন প্রায় সব বাড়িতেই দেখা যায়। অনেকেই আছেন ফ্রিজ রাখেন রান্নাঘরে কিংবা ডাইনিং স্পেসে। যেখানেই রাখুন না কেন, সমস্যা নেই। কিন্তু ফ্রিজের ওপর ডেকোরেশন করতে যাবেন না। যদিও অনেকেই ফ্রিজের ওপর জিনিসপত্র সাজিয়ে রাখতে পছন্দ করেন। এটি কখনও করবেন না। আবার অনেকে আছেন হাতের নাগালে রাখতেই ফ্রিজের ওপর বিভিন্ন জিনিসপত্র রেখে দেন। অনেকেই আছেন স্ট্যাচু দিয়ে, কাচের ফুলদানি দিয়ে, আবার কখনও ফটোফ্রেম দিয়ে সাজান। কিন্তু এতে আপনি বিপদ ডেকে আনছেন নিজের অজান্তেই। এটি কখনও করবেন না। এতে হিতে বিপরীত হতে পারে।
আপনি সৌন্দর্য বৃদ্ধির কারণে ফ্রিজের ওপর বৈদ্যুতিক সরঞ্জাম, যেমন- ব্লেন্ডার, কফি মেকার, ওষুধপত্র, রুটি ও বেকারি পণ্য, সতেজ বা রান্না করা খাবার রাখছেন, এগুলো রাখা ঠিক নয়। শুধু তাই নয় বৈদ্যুতিক লাইনে চলে এমন কোনো শোপিসও ফ্রিজের ওপর রাখবেন না। তা থেকে শর্ট সার্কিট হওয়ার ঝুঁকি থাকে। আবার ঘর সাজানোর জিনিস যেমন- আলো লাগানো শোপিস বা ছোট গাছপালা রাখা, এসব জিনিস রাখলে যন্ত্রপাতি নষ্ট হতে পারে, খাদ্যদ্রব্য বা খাবার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এবং ফ্রিজের ওপর থেকেও পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে। চলুন জেনে নেওয়া যাক ফ্রিজের ওপর কোন জিনিসগুলো রাখা বিপজ্জনক হতে পারে-
প্রথমেই যে ভুলটা বেশিরভাগ মানুষ করে থাকেন, তা হচ্ছে- ফ্রিজের ওপর কভার দেওয়া। ফ্রিজের ওপর যাতে ধুলা না পড়ে, সে জন্য কভার দেন। কিন্তু এতে ফ্রিজের ওপরে যে ভেন্ট বা গ্রিল থাকে, যা ফ্রিজের কম্প্রেসার থেকে উৎপন্ন তাপ বের করতে সাহায্য করে। কাপড় বা কভার দিয়ে এই ভেন্ট ঢাকলে বায়ু চলাচল বাধা পায়। ফলে ফ্রিজ অতিরিক্ত গরম হতে পারে। দ্বিতীয়ত অনেকে ওষুধভর্তি ফাস্ট এইড বক্স ফ্রিজের ওপর রাখেন। তাতে যে ধরনের ওষুধই থাকুক না কেন, ফ্রিজের ওপর থাকলে সেই তাপ ও কম্পনের ফলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আবার অনেকে ফল কিংবা অন্য কোনো খাবারদাবারের প্যাকেট ফ্রিজের ওপর রেখে দেন। এতে ফ্রিজের ওপর এগুলো রাখলে তাপ বের হয়, তাতে খাবার নষ্ট হয়ে যেতে পারে।
তাছাড়া ফ্রিজের ওপর পানির বোতল, ফলের রস, তরল খাবার থাকা কোনো প্যাকেট রাখা একেবারেই ঠিক নয়। এ ক্ষেত্রে বোতল বা পানিভর্তি পাত্র থেকে পানি পড়ে ফ্রিজে ঢুকে গিয়ে শর্টসার্কিট হওয়ার ঝুঁকি থেকে যায়। আবার রেফ্রিজারেটরের ওপর প্লাস্টিকের কৌটো রাখলে, তা তাপ থেকে গলে যাওয়ার সম্ভবনা থাকে। প্লাস্টিকের রাসায়নিক খুব দ্রুত গলতে থাকে। সেই সঙ্গে প্লাস্টিকে থাকা রাসায়নিক খাবারে মিশে বিপদ বাড়তে পারে। এছাড়া ফ্রিজের ওপর অনেকেই কাগজপত্র বা বই রাখেন। এ কাজটি ভুলেও করবেন না। কারণ এগুলো দাহ্যপদার্থ। ফ্রিজ থেকে তাপ বের হয়। ফলে গরম হয়ে আগুন লাগার মতো দুর্ঘটনা হতে পারে।
