গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নারীসহ নিহত চার

বাসের ধাক্কায় স্কুলছাত্রী নিহত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ইজিবাইকের সংঘর্ষে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও তিনজন আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নামণ্ডপরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস কাশিয়ানীর মাঝিগাতি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। গুরুতর আহত হন শিশু ও নারীসহ আরও পাঁচজন। ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতদের মধ্যে দুইজন নারী ও দুইজন পুরুষ। তাদের কারো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট মো. রাসেল বলেন, এখন পর্যন্ত চারজন নিহত হওয়ার খবর পেয়েছি। তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

বাসের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ : মুন্সীগঞ্জের গজারিয়ায় বাসের ধাক্কায় শ্রাবন্তী (১৪) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল পৌনে ৮টার দিকে মহাসড়কের বাউশিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই জড়িতদের গ্রেপ্তার ও নিরাপদ সড়কের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয়দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। দুর্ভোগে পরেন শত শত যাত্রী ও চালকরা। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বেলা ১১টার দিকে মহাসড়ক হতে বিক্ষোভকারীদের সড়িয়ে দেন। তবে বিক্ষোভের কারনে এখনো ধীরগতিতে মহাসড়কে গাড়ি চলছে। নিহত শ্রাবন্তী গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল এবং একই উপজেলার বাউশিয়া ইউনিয়নের চরবাউশিয়া বড়কান্দী গ্রামের হানিফ মিয়ার মেয়ে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী শ্রাবন্তীকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া এলাকায় চাপা দেয় স্টার লাইন পরিবহনের একটি বাস। ঘটনাস্থলে সে মারা যায়। এ ব্যাপারে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন, ‘বাসচাপায় ছাত্রী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে তাদের বুঝিয়ে পৌনে ১১টার দিকে সড়ক হতে সড়িয়ে দেওয়া হয়েছে। নিহতের স্বজনরা লাশ ময়নাতদন্ত ছাড়া নেওয়ার আবেদন করায় সুরতহাল করে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক পরিবহনটি চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।