গুগলে অ্যানড্রয়েড কম্পিউটার

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

মার্কিন টেক জায়ান্ট গুগল আগামী বছরের মধ্যে বাজারে আনতে চলেছে অ্যানড্রয়েড কম্পিউটার। অ্যানড্রয়েড ফোনের পর এই নতুন ডিভাইসটি সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা দেওয়ার জন্য তৈরি করা হচ্ছে। ‘কোয়ালকম স্ন্যাপড্রাগন-২০২৫’ সম্মেলনে গুগল অফিসিয়ালি অ্যানড্রয়েড কম্পিউটার নিয়ে তথ্য দিয়েছে। অনুষ্ঠানে গুগলের অ্যানড্রয়েড ইকোসিস্টেমের প্রেসিডেন্ট সমীর সামাত বলেন, ‘বর্তমানে আমরা ক্রোম অপারেটিং সিস্টেমে অভ্যস্ত। অ্যানড্রয়েড কম্পিউটার হবে আধুনিক ও ব্যবহার সহজ। যেহেতু স্মার্টফোনের দৌলতে ব্যবহারকারীরা অ্যানড্রয়েড প্রযুক্তির সঙ্গে পরিচিত, তাই ডিভাইসটি সহজেই চালানো যাবে। আগামী বছরের মধ্যে নির্মাণ প্রক্রিয়া সম্পূর্ণ শেষ হবে।’

অ্যানড্রয়েড কম্পিউটারের বৈশিষ্ট্য হলো- ক্রোম অপারেটিং সিস্টেমের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে কাজ করবে। অ্যানড্রয়েড ল্যাপটপে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ফিচার অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। অত্যাধুনিক প্রযুক্তির কারণে গ্যাজেট প্রেমীদের মধ্যে আগেই ব্যাপক জল্পনা সৃষ্টি হয়েছে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মন্তব্য : কোয়ালকমের সিইও ক্রিস্টিয়ানো আমন অ্যানড্রয়েড কম্পিউটারকে ‘অবিশ্বাস্য রকমের অদ্ভুত’ উল্লেখ করেছেন।

বাজারে সম্ভাবনা : অ্যানড্রয়েড কম্পিউটার নতুন ধরনের ল্যাপটপ হিসেবে বাজারে আসার পর ব্যবহারকারীরা স্মার্টফোনের মতো পরিচিত পরিবেশে সহজে কাজ করতে পারবেন। দাম ও অন্যান্য স্পেসিফিকেশন এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।