স্যামসাং গ্যালাক্সি এস২৫
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

স্মার্টফোন বাজারে ফের জমে উঠেছে তুমুল প্রতিযোগিতা। দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্ট Samsung তাদের ফ্ল্যাগশিপ Galaxy S25 Ultra নিয়ে মাঠে নামতেই, চীনা ব্র্যান্ড Xiaomi শক্তিশালী চ্যালেঞ্জার হিসেবে হাজির করেছে নতুন Xiaomi 17 Pro Max। পারফরম্যান্স, ক্যামেরা, ডিসপ্লে এবং ব্যাটারির মতো মূল দিকগুলোতে এই দুটি ফ্ল্যাগশিপের মধ্যে সুস্পষ্ট পার্থক্য রয়েছে, যা ব্যবহারকারীদের সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে।
পারফরম্যান্স ও চার্জিংয়ে শাওমির নিরঙ্কুশ শ্রেষ্ঠত্ব : শক্তিমত্তা ও গতিতে Xiaomi 17 Pro Max এগিয়ে রয়েছে। এতে ব্যবহৃত হয়েছে লেটেস্ট Snapdragon 8 Elite Gen ৫ চিপসেট, যা বেঞ্চমার্ক টেস্টে (৩৬,৯১,০০৯ স্কোর) Samsung S25 Ultra-Gi (২৭,৩১,৪৯২ স্কোর) চেয়ে বেশ ভালো ফল দেখিয়েছে। গেমিং ও হেভি মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে শাওমি দ্রুততর পারফরম্যান্স দেবে। শুধু তাই নয়, ব্যাটারি ও চার্জিংয়ের দিক থেকেও শাওমি বহুলাংশে এগিয়ে। Xiaomi 17 Pro Max -এ রয়েছে ৭,৫০০ mAh -এর বিশাল ব্যাটারি এবং সঙ্গে ১০০ড ওয়্যার্ড ও ৫০ড ওয়্যারলেস চার্জিং সুবিধা। স্যামসাংয়ের ৫,০০০ mAh ব্যাটারি ও ৪৫ড চার্জিংয়ের তুলনায় এটি অনেক বেশি কার্যক্ষম।
ডিসপ্লে ও ক্যামেরায় বিশেষত্ব : উভয় ফোনেই ৬.৯-ইঞ্চির বিশাল ডিসপ্লে থাকলেও, এখানেও সামান্য পার্থক্য বিদ্যমান। Samsung Galaxy S25 Ultra -তে রয়েছে Dynamic AMOLED 2X ডিসপ্লে যার সর্বোচ্চ ব্রাইটনেস ২,৬০০ নিটস। অন্যদিকে, Xiaomi 17 Pro Max -এর LTPO AMOLED ডিসপ্লেতে সর্বোচ্চ ৩,৫০০ নিটস ব্রাইটনেস পাওয়া যায়, যা সরাসরি সূর্যের আলোতে ভালো ভিউয়িং অভিজ্ঞতা দেবে। শাওমি এতে একটি অতিরিক্ত ২.৯-ইঞ্চির রিয়ার স্ক্রিন যুক্ত করেছে, যা নোটিফিকেশন বা সেলফির কাজে ব্যবহার করা যায়। ক্যামেরার ক্ষেত্রে, স্যামসাং ২০০MP মেইন লেন্সসহ কোয়াড ক্যামেরা সেটআপ (৫০MP আল্ট্রাওয়াইড, ৫০ MP 5x টেলিফটো) দিয়ে লেন্সের সংখ্যায় এগিয়ে। তবে শাওমির ট্রিপল ৫০গচ ক্যামেরা সেটআপের পেরিস্কোপ টেলিফটো ডিটেইল ক্যাপচারে বেশ শক্তিশালী বলে জানা গেছে।
কোন ফোনটি আপনার জন্য সেরা : চূড়ান্তভাবে, ফোন দুটির মধ্যে নির্বাচন নির্ভর করছে ব্যবহারকারীর চাহিদার ওপর। যারা প্রিমিয়াম ডিজাইন, সর্বাধুনিক ক্যামেরা সেটআপ এবং দীর্ঘমেয়াদি ব্র্যান্ড ভ্যালু ও সফটওয়্যার সাপোর্ট চান, তাদের জন্য Samsung Galaxy S25 Ultra একটি নিরাপদ এবং পরিপূর্ণ পছন্দ। অন্যদিকে, যারা বাজেট নিয়ন্ত্রণে রেখেও সর্বোচ্চ পারফরম্যান্স, বিশাল ব্যাটারি, দ্রুততম চার্জিং এবং ডিসপ্লেতে অতিরিক্ত ব্রাইটনেস চান, তাদের জন্য Xiaomi 17 Pro Max একটি খুবই আকর্ষণীয় ও শক্তিশালী চ্যালেঞ্জার। এটি মূলত নিরাপদ ব্র্যান্ড বনাম শক্তিশালী চ্যালেঞ্জারের লড়াই, যেখানে ব্যবহারকারীকেই তার প্রয়োজন অনুসারে সেরাটি বেছে নিতে হবে।
