সেলফি ক্যামেরা ফোন ভিভো

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

স্মার্টফোন কিনতে গেলে যারা ক্যামেরা, নকশা, পর্দার মান এবং পারফরম্যান্স- এই চারটি দিকেই সমঝোতা করতে চান না, তাদের জন্য ভিভো ভি২৯ প্রো একটি চমৎকার বিকল্প হতে পারে। বিশেষ করে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, বাঁকানো অ্যামোলেড পর্দা এবং শক্তিশালী ডাইমেনসিটি ৮২০০ প্রসেসর এই ফোনটিকে তার দামের মধ্যে আলাদা করে তুলেছে।

ভিভো ভি২৯ প্রো: নকশা ও গঠনগত মান : ভি২৯ প্রো হাতে নিলেই প্রিমিয়াম ভাব পাওয়া যায়। ১৬৪.২ মিমি উচ্চতা, ৭.৫ মিমি পুরুত্ব এবং মাত্র ১৮৮ গ্রাম ওজনের ফোনটি যেমন স্লিম, তেমনই হালকা। সামনে–পেছনে কাচের আবরণ থাকায় ফোনটি দেখতে আরো প্রিমিয়াম লাগে। বাঁকানো প্রান্তের নকশা এটিকে প্রায় ফ্ল্যাগশিপ-মানের চেহারা দেয়। হিমালয়ান ব্লু, স্পেস ব্ল্যাক এবং গোলাপি- এই তিনটি রং তরুণ ব্যবহারকারীদের কাছে বিশেষভাবে আকর্ষণীয়।

পর্দার মান : ফোনটির ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড পর্দা তার অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। ১২০ হার্টজ ডিসপ্লে রিফ্রেশ রেট এবং ১২৬০দ্ধ২৮০০ রেজোলিউশন পর্দাটিকে অত্যন্ত ধারালো ও মসৃণ করে তোলে। প্রায় ৯০.৮ শতাংশ স্ক্রিন টু বডি রেশিও ভিডিও দেখা বা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সিনেমাটিক অনুভূতি দেয়। রোদেও পর্দার উজ্জ্বলতা যথেষ্ট ভালো।

চিপসেট ও পারফরম্যান্স : ভিভো ভি২৯ প্রোতে ব্যবহৃত হয়েছে মেডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ চিপসেট, যা ৪ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি। ৩.১ গিগাহার্টজ গতির কর্টেক্স-এ৭৮ প্রধান কোর মাল্টিটাস্কিং, ভারী গেম বা বড় অ্যাপ সহজে চালাতে সক্ষম। অ্যানড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস ১৩ ফোনটিকে আরও দ্রুত, সাবলীল ও রেসপন্সিভ করে। ভিভো জানিয়েছে, ফোনটিতে তারা তিনটি বড় অ্যানড্রয়েড আপডেট দেবে।

ক্যামেরা পারফরম্যান্স : ফটোগ্রাফির দিক দিয়ে ভি২৯ প্রো অত্যন্ত সক্ষম। ৫০ মেগাপিক্সেল অপটিক্যাল ইমেজ স্থিতিশীলকরণযুক্ত (ওআইএস) প্রধান ক্যামেরা কম আলোতেও ভালো বিস্তারিত ও শার্পনেস দেয়। ১২ মেগাপিক্সেল টেলিফটো লেন্সে রয়েছে ২ গুণ অপটিক্যাল জুম, যা পোর্ট্রেট ছবিকে দেয় নিখুঁত গভীরতা। ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স দিয়ে বিস্তৃত দৃশ্য তোলা যায়। সেলফিপ্রেমীদের জন্য রয়েছে ৫০ মেগাপিক্সেল সামনের ক্যামেরা, যা স্বাভাবিক রং ও উচ্চ বিস্তারিত ছবি তুলতে পারদর্শী। ফোনটির নকশা, পর্দা, ক্যামেরা ও পারফরম্যান্স- সব দিক থেকেই দারুণ মান দিচ্ছে। স্টাইলিশ কিন্তু শক্তিশালী স্মার্টফোন চান এমন ব্যবহারকারীদের জন্য এটি নিঃসন্দেহে সঠিক নির্বাচন।