নির্বাচনের আগেই গণভোট দিতে হবে
বললেন জামায়াত সেক্রেটারি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ৮ দলের জোটে নতুন জাগরণ তৈরি হয়েছে। অবশ্যই আগে গণভোট দিতে হবে। কুপরামর্শে সরকার এটা করেছে। গতকাল রোববার রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে ৮ দলের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। ৫ দাবিতে এ সমাবেশ আয়োজন করা হয়।
গোলাম পরওয়ার বলেন, ৮ দলের জোট নতুন জাগরণ তৈরি করেছে। মানুষের মনে আশা সঞ্চার হয়েছে নতুন বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। এবারের সংগ্রাম চাঁদাবাজ, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রাম। ৮ দলের জোটে জাগরণ তৈরি হয়েছে। আমাদের ৮ দলের বার্তা, জাগরণের বার্তা নিয়ে এসেছি। পরিবর্তনের বার্তা গ্রামে গঞ্জে পৌঁছে দিতে হবে। আমাদের এ ৮ দল আর ৮ দল থাকছে না, আমাদের সঙ্গে আরও অনেক দল আসার আবেদন করেছে। নতুন বাংলাদেশ চাই। তিনি বলেন, সরকার একটি চক্রের কুপরামর্শে একইদিনে গণভোট ও জাতীয় নির্বাচনের দিন নির্ধারণ করেছে। এটা অবশ্যই পরিবর্তন করতে হবে। জাতীয় নির্বাচনের আগেই গণভোট দিতে হবে। এখনও সুযোগ আছে, গেজেট পরিবর্তন করুন। জনগণ আগেই গণভোট চায়। এখনও সুযোগ আছে, তারিখ পরিবর্তন করুন। সরকারকে সংকটে ফেলতে চাই না। তা নাহলে বিভ্রান্তি তৈরি হবে। জনগণ ‘হ্যা’ ভোট দিতে গিয়ে ‘না’ তে ভোট দিয়ে দেবে। তিনি বলেন, একটি দল এখনও ষড়যন্ত্র করছে। গণভোটে হ্যাঁ-এর পক্ষে ভোট হবে। হ্যাঁ, ভোট মানে হলো ফ্যাসিবাদবিরোধী, নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে, সুশাসনের পক্ষে। জনগণের ম্যান্ডেট নষ্ট করা যাবে না। কোনো ষড়যন্ত্র বাংলার মানুষ মেনে নেবে না।
এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেন তিনি। নারী কর্মীদের ওপর হামলার নিন্দাও জানান গোলাম পরওয়ার।
