পোস্টাল ব্যালটে ভোট দিতে ১ লাখ ১৪ হাজার প্রবাসীর নিবন্ধন
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এক লাখেরও বেশি বাংলাদেশি প্রবাসী ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচন কমিশনের ওয়েবসাইটের পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে।
আপডেট অনুযায়ী মোট এক লাখ ১৪ হাজার ৭২৬ প্রবাসী নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ৯৮ হাজার ৬৮৯ জন। নারী ১৬ হাজার ৩৭ জন। নির্বাচন কমিশনের অনুমোদন পেয়েছেন এক লাখ ১৪ হাজার ৫৬৪ জন।
যুক্তরাষ্ট্র থেকে নিবন্ধন করেছেন ১৮ হাজার ৫৩ জন। দক্ষিণ কোরিয়া থেকে নিবন্ধন করেছেন মোট ৯ হাজার ৩৮২ জন। কানাডা থেকে আট হাজার ৫৫১, সৌদি আরব থেকে সাত হাজার ৭৩৬, অস্ট্রেলিয়া থেকে সাত হাজার ৪৪২ জন ও যুক্তরাজ্য থেকে ছয় হাজার ৯০১ জন নিবন্ধন করেছেন।
গত ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপটি উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। প্রবাসী বাংলাদেশিদের জন্য নিবন্ধন ১৯ নভেম্বর থেকে শুরু হয়েছে এবং ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে।
