গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চার জন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

গতকাল শনিবার ভোরে উপজেলার কাঁচপুর পাটাততা গ্রামের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- জরিনা বেগম (৬৫), আলাউদ্দিন (৩৫), সাথিয়া আক্তার (১৪) ও সাইমা (৪)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, ভোরের দিকে সোনারগাঁ থেকে শিশু ও নারীসহ চার জনকে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে জরিনা বেগমের শরীরের ২০ শতাংশ, আলাউদ্দিনের ৪০ শতাংশ, সাথিয়া আক্তারের ১২ শতাংশ এবং সাইমার ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। আলাউদ্দিনের দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা ওয়ার্ডে রাখা হয়েছে। অন্যদের জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনে তাদেরও ওয়ার্ডে রেফার করা হতে পারে।

দগ্ধ আলাউদ্দিনের বোন সালমা আক্তার বলেন, ‘ভোরে আলাউদ্দিন ওয়াশরুমে যাওয়ার সময় রান্নাঘরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় আগুনে তার পুরো শরীর দগ্ধ হয়। একই ঘরে থাকা তার স্ত্রী ও দুই ভাতিজিও আগুনে দগ্ধ হয়। তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা এসে দরজা ভেঙে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।’

তিনি আরও বলেন, ‘রান্নাঘরের গ্যাস চুলার লিকেজ থেকে বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।’

এ বিষয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহিদুর রহমান বলেন, ‘এ ঘটনা আমাদের কেউ জানায়নি। শুনেছি দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।’